ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

চলচ্চিত্রে ফিরছেন মেল গিবসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, ডিসেম্বর ৬, ২০১০
চলচ্চিত্রে ফিরছেন মেল গিবসন

‘দ্য বিভার’ ছবিটি নিয়ে চলচ্চিত্রে আবার ফেরার আশা করছেন স্বনামধন্য অভিনেতা মেল গিবসন। তার এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর।



এ বছরের শুরুতে গিবসন তার সাবেক প্রেমিকা ওকসানা গ্রিগোরিভার সঙ্গে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে বিষয়টা অনেক অনিশ্চিত হয়ে পড়ে। তাই ছবিটির পরিচালক জোডি ফস্টার গিবসনের ফিরে আসার বিষয়টাকে শিকেয় তুলে রেখেছিলেন কিছু দিনের জন্য।

এই ঝামেলার জন্য গিবসনের ‘দ্য হ্যাংওভার’ সিকুয়্যেলটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সব ঝামেলার অবসান ঘটেছে বলেই চিত্রনির্মাতা প্রতিষ্ঠান সামিট এন্টারটেইনমেন্ট থেকে বলা হয়। প্রতিষ্ঠানটি এখন জোরেশোরেই গিবসনের ফিরে আসার খবর বাজারে ছাড়ছে।

তারা আশা করছেন, আগামী এপ্রিলে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময় ১৮৫০, ডিসেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।