ঢাকা: খোকন রিজভী পরিচালিত ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ মে। ছবিতে অভিনয় করেছেন নবাগত জুটি জয় চৌধুরী ও নীড়।
এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরাভ খান, সুব্রত, সিরাজ হায়দার, রেবেকা, সাকা চৌধুরী প্রমুখ।
ছবিটিতে মোট গান রয়েছে ৬টি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, আগুনসহ আরো অনেকে। গানগুলোর সুর করেছেন আলাউদ্দিন হক।
ছবিটি সম্পর্কে নবাগত নায়ক জয় বাংলানিউজকে বলেন, ‘আমার প্রথম ছবি ছিল এক জবান। এরপর এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর শেষের পথে রয়েছে আরো ৮টি ছবি। ছবিটি কমেডি ধাঁচের হলেও রোমন্টিক একটি কাহিনী রয়েছে। আমার বিশ্বাস দর্শকদের কাহিনী ও গানগুলো বেশ ভালোলাগবে। ’
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০২, ২০১৪