ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সে তাহসান, সে মিথিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
সে তাহসান, সে মিথিলা ‘সে এবং সে’ টেলিছবিতে তাহসান ও মিথিলা

‘এটি একটি অন্যরকম প্রেমের গল্প’- বারবার একই কথা বলছিলেন আশফাক নিপুণ। ঈদের জন্য তিনি পরিচালনা করলেন ‘সে এবং সে’ নামের টেলিছবি।

এর ইংরেজি নাম ‘হি অ্যান্ড শি’। এতে অভিনয় করেছেন তারকা দম্পতি তাহসান ও মিথিলা।

এনটিভিতে ঈদের পরদিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে টেলিছবিটি। । অথচ এখনও দৃশ্যধারণই নাকি শেষ হয়নি!

১৯ ও ২০ সেপ্টেম্বর দুই দিনের কাজ হয়েছে। বাকি কাজ হবে আগামী ৩ ও ৪ অক্টোবর। আশফাক নিপুণ বাংলানিউজকে আরও বলছিলেন, ‘তাহসান-মিথিলার অংশের দৃশ্যায়ন প্রায় শেষ। মাত্র একটি দৃশ্য বাকি। এটি গতানুগতিক প্রেমের গল্প নয়, টেলিছবিটিতে তাহসান-মিথিলাকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। ’

‘সে এবং সে’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আরজে অপু, দিলারা জামান, মাসুদ আলী খান, সেলিম সাদমান পাঠান, সাবিলা নূর ও শেহতাজ।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।