ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমগীতের এক যুগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
সমগীতের এক যুগ

এক যুগ পূর্ণ করেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। এ উপলক্ষে ৩ দিন ব্যাপী যুগপূর্তি উদযাপন করবে সংগঠনটি।

৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারী নারায়নগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে হবে এ অনুষ্ঠান। থাকবে আলোচনা, সম্মাননা প্রদান, শিশুদের চিত্র প্রদর্শনী, শিশুদের পরিবেশনায় গান, পারফরমেন্স আর্ট, জালাল খাঁর গান, নাটক ও পথপালা।

প্রথমদিন বিকেলে স্থানীয় সিটি প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে হবে গান নিয়ে আড্ডা। আড্ডার বিষয়বস্তু ‘জাগরণের নতুন গান : সংকট ও সম্ভাবনা’। দ্বিতীয় দিন বয়াতি আবুল সরকারকে সম্মাননা দেবে সংগঠনটি। ‘সার্কাসের গাধা’ শীর্ষক পথপালা মঞ্চস্থ হবে। থাকবে আরিফ বাউলের পরিবেশনায় জালাল খাঁর গান। এদিন অতিথি হিসেবে যোগ দেবেন মামুনুর রশীদ, চিত্রশিল্পী শহীদ কবির, রফিউর রাব্বি, কবি আরিফ বুলবুল ও আহমেদ বাবলু।

তৃতীয় দিনের আয়োজনে থাকবে সমগীত ও তাথৈয়া’র যৌথ পরিবেশনা। আলোচনা করবেন কথাসাহিত্যিক শওকত আলী, আনু মুহাম্মদ, ফিরোজ আহমেদ ও অমল আকাশ।

বাংলাদেশ সময় : ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।