ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছরের প্রথম সন্ধ্যায় বটতলার নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বছরের প্রথম সন্ধ্যায় বটতলার নাটক দৃশ্য : ‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’

মঞ্চনাটকের দল বটতলা হাজির হবে বছরের প্রথম সন্ধ্যায়। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্ট থিয়েটার হলে ১ জানুয়ারি সন্ধ্যায় দেখা যাবে তাদের নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’।

আফ্রিকার নিরীক্ষাধর্মী নাটকটি মুহাম্মদ বেন আবদাল্লার লেখা। অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।

গত বছরের প্রথম দিনে হয়েছিলো এর উদ্বোধনী মঞ্চায়ন। বছর পেরিয়ে একই দিনে ‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’ হাজির হচ্ছে ১০ম প্রদর্শনী নিয়ে।

‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’ শুরু হয় একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে। ক্ষমতার অন্যতম গ্রহ মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নব বিপ্লবীরা। স্পষ্ট নির্দেশ ছিলো বিনা রক্তপাতের। অথচ অন্ধকারে খুন হয়ে যান ইলিয়ার স্ত্রী হালিমা। ইলিয়াকে নিয়ে যাওয়া হয় গোপন স্থানে। শুরু হয় ট্রায়াল।

এতে অভিনয় করেছেন পংকজ মজুমদার, তৌফিক হাসান ভূঁইয়া, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি, শাহগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, ইমরান খান মুন্না, শামীমা শওকত লাভলী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।