ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছেন ইবরার টিপু, সঙ্গে রোজী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জানুয়ারি ৮, ২০১৫
আসছেন ইবরার টিপু, সঙ্গে রোজী ইবরার টিপু

ইবরার টিপু আসছেন নতুন অ্যালবাম নিয়ে। নাম ‘আমার একলা দুপুর’।

অ্যালবামের প্রচ্ছদে তার নাম আছে ঠিকই, কিন্তু সেটি খবর নয়। খবর হচ্ছে, এর সব গানের সুর ও সংগীত করেছেন টিপু।

‘আমার একলা দুপুর’ দিলরুবা রোজীর প্রথম একক অ্যালবাম। প্রকাশ হচ্ছে ঈগল মিউজিক থেকে। ১০টি গানের মধ্যে একটিতে টিপুর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন তিনি। বাকি ৯টি তার একক গান। এরই মধ্যে দু’টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়ে গেছে। গানগুলো লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, এইচ এম ইসমাঈল ও ফয়সাল রাব্বিকীন।

বাংলাদেশ সময় : ১৯২৪ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।