ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অর্ধশত গান নিয়ে বন্যার এক অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অর্ধশত গান নিয়ে বন্যার এক অ্যালবাম রেজওয়ানা চৌধুরী বন্যা

এক মোড়কে ৫০টি গান। তা-ও রেজওয়ানা চৌধুরী বন্যার।

রবীন্দ্রসঙ্গীত ভক্তদের জন্য নিশ্চয়ই দারুণ এক সুসংবাদ! বন্যা বাংলানিউজকে জানালেন, ‘সবই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান’।

অ্যালবামের নাম রাখা হয়েছে ‘গীতপঞ্চাশিকা’। ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড প্রকাশ করছে এটি।

১২ জানুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। ‘গীতপঞ্চাশিকা’র মোড়ক উন্মোচন করবেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।