ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাপানে চাষী নজরুল ইসলাম স্মরণে শোকসভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
জাপানে চাষী নজরুল ইসলাম স্মরণে শোকসভা চাষী নজরুল ইসলাম

গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ১১ জানুয়ারি। দেশে তো অবশ্যই, দেশের বাইরেও ছড়িয়ে আছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

রয়েছে জাপানেও। সেখানকার প্রবাসী বাঙালীরা চাষী নজরুল ইসলাম স্মরণে আয়োজন করেছে শোকসভা। এটি উপস্থাপনা করেছেন জুয়েল আহসান কামরুল।

১৮ জানুয়ারি জাপানের টোকিও ইতাবাশি-কু’র গ্রীন হলে এই শোকসভায় বক্তারা দলমত নির্বিশেষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’; এ ছাড়াও ‘মাতৃভূমি’, ‘সংগ্রাম’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘মিয়া ভাই’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চাষী নজরুল ইসলাম বাংলাদেশের মেহনতী মানুষের কথা তুলে এনেছেন।

বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।