ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেখা যাবে ‘ম্যানিফেস্টো অব সিনেমা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
দেখা যাবে ‘ম্যানিফেস্টো অব সিনেমা’

‘ম্যানিফেস্টো অব সিনেমা’ একটি প্রামাণ্যচিত্র। বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিবৃত্ত নিয়ে এটি নির্মাণ করেছেন সুরভী জাহান ও মোঃ আব্দুল মোনায়েম।

২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রযোজিত প্রামাণ্য চলচ্চিত্রটি।

এর আগে একই অনুষ্ঠানে ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ ও ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’-এর শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকি। এ ছাড়াও উপস্থিত থাকবেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা এবং গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ, চলচ্চিত্রের শব্দ-প্রকৌশলী রতন পাল ও চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখবেন বেলায়াত হোসেন মামুন।

বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।