বাংলা ছবি বলতে উৎসব আয়োজক কর্তৃপক্ষ বোঝাচ্ছেন ‘বাংলা ডায়াসপোরা’। ছবির গল্পকার-নির্মাতা-প্রযোজক যে কাউকে বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভুত হতে হবে।
প্রতিবারের মতো লন্ডনে এবারও শুরু হতে যাচ্ছে লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসব। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন দিনের এ উৎসব শুরু হবে। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবি জমাদানের প্রক্রিয়া। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী এ উৎসবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি বলছেন, ‘মূলধারার চলচ্চিত্রের বিশ্বব্যাপী দর্শক আছে। কিন্তু বিশ্বের গল্পগুলোও মূলধারার দর্শকদের দেখা প্রয়োজন। লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসব ঠিক এই কাজটিই করছে। ’
বার্ষিক এই উৎসবের প্রতিপাদ্য বাংলা ডায়াসপোরা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা। উৎসবে অংশ নেওয়ার ঠিকানা www.lbff.co.uk|
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ