ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংয়ের সময় আহত ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
শুটিংয়ের সময় আহত ব্র্যাড পিট

আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এর শুটিং করার সময় দুর্ঘটনার সম্মুখীন হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্য করার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা মাদুরের ওপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের ওপর পড়ে যান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার ‘এফ ওয়ান’ সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেল্পের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সানির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরও আপডেট পেলে আপনাদের জানাবো।

‘এফ ওয়ান’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুকহিমার, যিনি প্রযোজনা করেছিলেন ‘টপ গান’ ও।

ব্র্যাড পিটে সঙ্গে সিনেমাটিতে আরও দেখা যাবে হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে এটি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।