ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পঞ্চকবির গান নিয়ে শান্তিনিকেতনের স্বস্তিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পঞ্চকবির গান নিয়ে শান্তিনিকেতনের স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকা মুখোপাধ্যায় শান্তিনিকেতনের শিল্পী। ঢাকার শ্রোতাদের পঞ্চকবির গান শোনাবেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠানটি। পঞ্চকবির গানের সন্ধ্যা আয়োজন করেছে কলকাতার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার।

স্বস্তিকা মুখোপাধ্যায় হলেন শান্তিনিকেতনের বিশ্বভারতীর সংগীত ভবনের রবীন্দ্রসংগীত বিভাগের জ্যেষ্ঠ ফ্যাকাল্টি ও প্রফেসর। ড. গোবিন্দগোপাল ও শ্রীমতি মাধুরী মুখোপাধ্যায়ের সুযোগ্য কন্যা স্বস্তিকা গান শিখেছেন শ্রীমতি নীলিমা সেনের কাছে।

বাংলাদেশ সময় : ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।