নেপালের বিভিন্ন শহরে আর গ্রামে ভারতীয় চ্যানেলগুলো খুবই জনপ্রিয়। তবে এখন তারা ভারতীয় কোনো টিভি চ্যানেল দেখতে পারছেন না।
নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্টির কারণে দেশটিতে গত কয়েকদিন ধরে পণ্য বোঝাই ট্রাক আটকে রেখেছে ভারত, এমন অভিযোগ উঠেছে। এ কারণে নেপালে জ্বালানিসহ অত্যাবশ্যকীয় পণ্যের একটা সঙ্কট দেখা দিয়েছে। সেজন্যই পাল্টা প্রতিবাদ জানাতে মূলত ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে নেপালের কয়েকটি সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীও বন্ধ রাখা হয়েছে। বিচ্ছিন্নভাবে মিছিলও হচ্ছে কাঠমান্ডুতে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসও/জেএইচ