অসংখ্য বাংলা গানের সুরস্রষ্টা লাকী আখান্দ এখন অসুস্থ। ভুগছেন ফুসফুসের ক্যান্সারে।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) একটি কি-বোর্ড কিনতে যাওয়ার কথা আছে লাকী আখান্দের। ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাসও দিয়েছেন গীতিকার আসিফ ইকবাল। তিনি লিখছেন, ‘ওখানে বসে সুর করবেন। বলেছেন আমাকে গান পাঠাতে। ’
এদিকে ১৭ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারের পর লাকী আখান্দের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। জানা গেছে, সার্জারির ক্ষত শুকালে সপ্তাহখানেক পর থেকে শুরু হবে কেমোথেরাপি। ব্যাংককে তার সঙ্গে আছেন কন্যা মাম্মেনতি। সেখানে বাবা-মেয়ে বাসা পেয়ে গেছেন। হাসপাতাল ছেড়ে আগামী ৪ অক্টোবর তারা ওই বাসায় উঠবেন।
গত ১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় লাকী আখান্দকে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর নেওয়া হয় থাইল্যান্ডে। সেখানকার পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
কেবিএন/জেএইচ