‘একদিন বৃষ্টিতে...’ এরপর বিকেলে নয়, সময়টা ভোর। ছাতা ছিলো, তবে অস্থিরতায়-উদ্বেগে-ভালোবাসায় শিমু যে কখন ছাতার বাইরে চলে এসেছেন, লাল শাড়িটা ভিজে জুবুথবু; টেরই পাননি।
সুজন তার নাম। মোবাইল ফোনের দোকান আছে মফস্বল শহরে। কবি স্বভাব। কবিতা-প্রেমপত্র লিখে দেয় একে ওকে। মেইলে, ফেসবুকে, কখনও হাতে লিখে। এভাবেই দেখা সাথীর সঙ্গে। মালয়েশিয়ায় থাকে ওর স্বামী। তাকে ফোন করতেই আসে দোকানে। সুজন-সাথীর বন্ধুত্ব ছোটবেলা থেকে। মাঝখানে দীর্ঘ দূরত্ব ছিলো। এরপর বাকি গল্পজুড়ে আরও অনেকখানি মায়া, গোপন বিরহ।
টেলিছবিটির নাম ‘বন্ধুর চেয়ে বেশি’। মাতিয়া বানু শুকু লিখেছেন। পরিচালনাও তার। আছেন সুমাইয়া শিমু, পাভেল ইসলাম; আর গল্পে যার নাম সুজন, সে চরিত্রে মীর সাব্বির। ঈদের আগেই শেষ হয়েছে দৃশ্যধারণ। আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিছবি ‘বন্ধুর চেয়ে বেশি’।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কেবিএন/এসও