ঢাকা: রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার নিজস্ব বাড়ি থেকে এবিসি রেডিও’র আরজে সামিউল কবির প্রত্যয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলানিউজকে মহদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান।
তিনি বলেন, প্রত্যয়ের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক আর মুখ দিয়ে রক্ত ঝরছে। এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ময়না তদেন্তর জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
রেডিওটুডের আরজে জান্নাত নীলা বাংলানিউজকে বলেন, প্রত্যয় আমার সাবেক সহকর্মী। আমরা এক সঙ্গে এবিসি রেডিওতে কাজ করতাম। আমি বর্তমানে রেডিওটুডেতে কাজ করছি। গত ৩০ সেপ্টেম্বর প্রত্যয় এবিসি রেডিও থেকে চাকরি ছেড়ে দেন।
প্রত্যয়ের ছোট ভাই সাফিউল কবির অরিত্র বাংলানিউজতে বলেন, ভাই আমাদের নিজের বাড়ির তৃতীয় তলায় থাকতেন। সকালে বাসার কাজের মেয়ে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আমাকে ফোন করে। আমি ওই এলাকায় আমার শ্বশুর বাড়িতে ছিলাম। পরে বাসায় গিয়ে তার শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ভাইয়ের মরদেহ পড়ে আছে এবং তার নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
অরিত্র বলেন, এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বাভাবিক মৃত্যু বলে তিনি দাবি করেন।
পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫/আপডেট ১৩৩৪ ঘণ্টা
এনএইচএফ/জেডএফ/বিএস