ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুম্বাই উৎসবে জয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
মুম্বাই উৎসবে জয়া

আগামী ২৯ অক্টোবর ভারতে শুরু হচ্ছে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আট দিনের এই আয়োজনে যোগ দেবেন বিভিন্ন দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

প্রদর্শিত হবে বেশকিছু ছবি। গত বছর উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন জয়া আহসান। কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারেননি। তাতে কী, এবার তার অভিনীত ওপার বাংলার ছবি ‘রাজকাহিনী’ আমন্ত্রণ পেয়েছে উৎসবে।

পরিচালক সৃজিত মুখার্জি আজ বুধবার (৭ অক্টোবর) ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইন্ডিয়া স্টোরি বিভাগে আমন্ত্রণ পেয়েছে ছবিটি।

গল্প, তারকা, আয়োজন- সব মিলিয়ে বড় ক্যানভাসের ছবি ‘রাজকাহিনী’। ছবিটি জয়ার কাছেও বিশেষ গুরুত্বের। এতে তাকে দেখা যাবে রুবিনা চরিত্রে। ১৯৪৭ সালের দেশভাগ নিয়েই এর কাহিনী। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে এটি। তার আগেই উৎসবে আগতদের মন জয় করবেন জয়া।

বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।