রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত শিল্পী, আইয়ুব বাচ্চু ব্যান্ড তারকা। তবে তারা এমন এক আয়োজনে মূল বিচারকের আসনে বসছেন, যেখানে খোঁজা হবে লোকসংগীত শিল্পী।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে বিচারকদের নাম জানানো হবে আনুষ্ঠানিকভাবে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
আয়োজকরা জানান, লোকগানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার জন্যই তাদের এই আয়োজন। মূল দুই বিচারকের বাইরে প্রতিটি পর্বে দু’জন করে লোকগানের শিল্পী অতিথি বিচারক হিসেবে থাকবেন।
চলতি মাসেই প্রতিযোগীদের নাম নিবন্ধন শুরু হবে। ঢাকাসহ দেশের আটটি বিভাগ থেকে দেশবরেণ্য লোকসংগীত শিল্পীরা ১৬০ জন প্রতিযোগী বাছাই করবেন। সেখান থেকে ৮০ জন এবং সবশেষে ৪৮ জনকে নিয়ে ধারণ হবে টিভি অনুষ্ঠান। মোট ২৭টি পর্বে শেষ হবে প্রতিযোগিতা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন রেহানা সামদানী। এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করছে আড়ং ডেইরি।
এর আগেও প্রতিযোগিতামূলক সংগীতানুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা আর এলআরবি ব্যান্ডের দলনেতা আইয়ুব বাচ্চু।
বাংলাদেশ সময় : ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেএইচ