ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাসু সাজালেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বাসু সাজালেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’

দেশের গানের প্রতি বাসুর আলাদা আগ্রহ রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের সুর ও সংগীতে ১১টি নতুন দেশাত্মবোধক গান নিয়ে অ্যালবাম সাজালেন তিনি।

নাম ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।

বাসুর পাশাপাশি গানগুলো গেয়েছেন সুবীর নন্দী, রফিকুল আলম, সুমনা বর্ধন, নির্ঝর, মুন, পূর্ণ, সুপ্তিকা, পুষ্পিতা, দেব প্রসাদ ও শাহ মাহবুব। সব গানের কথা লিখেছেন প্রবাসী গীতিকার আবু রায়হান।

গানগুলোর শিরোনাম- বিজয় দিবস, রূপসী বিশ্ব সেরা, বাংলায় জন্ম আমার, অপার অসীম সম্ভাবনা, কৃষাণ বধূ, শ্যামল মায়ের, ফেব্রুয়ারির গান, ইতিহাস, স্বাধীনতা, রাষ্ট্র ভাষা বাংলা চাই এবং জন্মেছি বঙ্গে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খুলবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুরকার শেখ সাদী খান। সন্ধ্যায় থাকছে শিল্পীদের কণ্ঠে এ অ্যালবামের গানগুলোর পরিবেশনা।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আরেকটি মিশ্র অ্যালবাম বের করছেন বাসু। এর নাম ‘শুভ্র সকাল’। এতে গান গেয়েছেন পলাশ, সুমনা বর্ধন, সজল, সোয়েব, সুপ্তিকা, বাশার, তাপস ও আলাউদ্দিন। দুটি অ্যালবামই প্রযোজনা করেছে প্রো-টিউন।

বাংলাদেশ সময় : ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।