নাম টিপু সুলতান হলেও স্বভাব রবিনহুডের মতো। ‘রবিনহুড তো ছিলো কিংবদন্তি ডাকাত।
ধারাবাহিক নাটকটির নাম রাখা হয়েছে মিলনের চরিত্রের নামেই, ‘টিপু সুলতান’। তবে এতে মিলন রবিনহুডের মতো ডাকাত নন, টিপু সুলতানের মতো কোনো রাজ্যের শাসনকর্তা কিংবা বীরযোদ্ধাও নন। তিনি সন্ত্রাসী দলের হোতা। গরীবদের উপকারে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়েন অত্যাচারীদের ওপরও। সম্পদ ছিনিয়ে এনে অভাবীদের মাঝে বিলিয়ে দেন। ফলে এলাকায় একশ্রেণীর কাছে তিনি যেমন মহানুভব, অন্য শ্রেণীর কাছে আবার ত্রাস। মিলন জানাচ্ছিলেন, এলাকাবাসীর কাছে সে কেবলই একটা নাম। কেউ তাকে চেনে না। বের হয় রাতের আঁধারে। মুখ ঢাকা থাকে। দিনে কিন্তু সে স্বাভাবিক চরিত্র নিয়ে ঘুরে বেড়ায়। মানুষের জীবনযাপন দেখে।
ঢাকার অদূরে গাজীপুরের পুবাইলে ধারাবাহিকটির দৃশ্যধারণ চলছে। এতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, চাঁদনী, অপর্ণা ঘোষ, শামীমা তুষ্টি, সাবেরী আলম, আখম হাসান, আল মামুন প্রমুখ।
এতে চাঁদনী আছেন মহিলা তান্ত্রিক হিসেবে। ভণ্ড তান্ত্রিক। এটা-ওটা বলে সবার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। নির্মাতা জানিয়েছেন, সম্পাদনা শেষে যে কোনো একটি টিভি চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কেবিএন/