ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঠিকানা বদল হচ্ছে মোশাররফ করিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ঠিকানা বদল হচ্ছে মোশাররফ করিমের মোশাররফ করিম / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর রামপুরা বিটিভি ভবনের বাঁ দিকে যে গলি চলে গেছে, ওটা ধরে একটু এগোলেই কুঞ্জবন এলাকা। ওখানে গিয়ে শুধু নাম বলার অপেক্ষা, ছেলে-বুড়ো সবাই আঙুল তুলে দেখিয়ে দেবে, ‘ওইখানে মোশাররফ করিম থাকেন।



দীর্ঘদিন ধরে ওখানকার একটি ছয়তলা ভবনের দোতলায় থাকেন মোশাররফ। আনুমানিক কতো বছর হবে? ‘সাত বছর’- উত্তর দেন তার সহধর্মিনী রোবেনা রেজা জুঁই। সাত বছরের স্মৃতি বয়ে নিয়ে তারা রামপুরা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। চলে যাচ্ছেন উত্তরা। সেখানকার রানাভোলায় নতুন ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় এই অভিনেতা। গোছগাছ প্রায় শেষ। মাঝে মধ্যে থাকাও শুরু করেছেন।

রামপুরা এলাকা ছেড়ে যেতে মোশাররফ-জুঁই দু’জনেরই খারাপ লাগছে। কতো স্মৃতি এ এলাকা ঘিরে! জুঁই বলছিলেন, ‘বিয়ের পর আমরা রামপুরার উলোনে থাকতাম। সেই বাড়িতেই রায়ানের (মোশাররফ-জুঁই দম্পদির ছেলে) জন্ম। ওর বয়স যখন পাঁচ মাস, তখন আমরা কুঞ্জবনের এ বাড়িতে আসি। সেই থেকে সাত বছর ধরে এখানেই। ’ যোগ করলেন, ‘এ এলাকাতেই আমাদের সব আত্মীয়-স্বজন। মুদি দোকানদার থেকে শুরু করে, সবার সঙ্গে সম্পর্ক এতো ভালো! ছেড়ে যেতে কষ্টই হচ্ছে। ’

তবে এখনই রামপুরা ছাড়ছেন না মোশাররফ। তার ভাতিজি ইম্পেরিয়াল কলেজে প্রথম বর্ষে পড়ছেন। চাচার সঙ্গেই থাকে সে। জুঁই বলছিলেন, ‘ওর তো ক্লাস থাকে। এখনই উত্তরা চলে গেলে ক্লাস করতে সমস্যা হবে। সামনের বছরের মাঝামাঝি আমরা স্থায়ীভাবে উত্তরা থাকতে শুরু করবো। ’

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।