বাহারি ফুলে সাজানো রিকশায় বসে আছেন বলিউড অভিনেত্রী গীতা বাসরা। চালকের আসনে ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
দীর্ঘদিন প্রেমের পর আগামী ২৯ অক্টোবর সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন হরভজন-গীতা। পাঞ্জাবি রীতি মেনে হবে বিয়ে। পাঁচ দিন ধরে চলবে এই আনুষ্ঠানিকতা। গত সোমবার (২৬ অক্টোবর) পাঞ্জাবের জালান্ধারে শুরুটা হলো মেহেদি অনুষ্ঠান দিয়ে।
ছিলো নাচ, গান, হৈ-হুল্লোড় আর মেহেদি লাগানোর আয়োজন। এ সময় গীতা পরেছিলেন অর্চনা কোচ্চার ডিজাইন করা হলুদ কুর্তি ও গোলাপি লেহেঙ্গা।
পরদিন সংগীত অনুষ্ঠানে সবুজ রঙা লেহেঙ্গা চোলি পরে হাজির হন গীতা। এ সময় ৩৫ বছর বয়সী হরভজনের পরেন গোলাপি কুর্তি। মাথায় ছিলো গোলাপি রঙা পাগড়ি। বিয়ের দিন রঘবীন্দ্র রাঠোরের ডিজাইন করা অফ-ওয়াইট রঙা শেরওয়ানি পরে হাজির হবেন হরভাজন, সঙ্গে থাকছে লাল রঙের তরবারি। অন্যদিকে গীতা বিয়ের দিন পরবেন লাল এবং সোনালি জোরির কাজ করা লেহেঙ্গা ও চোলি। সঙ্গে থাকবে নথ, মাথা পট্টি, টিক্কা ও মাথা চাপা দেওয়ার দোপাট্টা। এ ছাড়া বিবাহ-সংবর্ধনা অনুষ্ঠানে পরবেন নীলরঙা লেহেঙ্গা চোলি। আর ভাজ্জি বেছে নিচ্ছেন আচকান, চুরিদার ও পাগড়ি।
বিয়েতে শুধু দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব থাকবেন। জালান্ধার থেকে ২০ কিলোমিটার দূরে পাগওয়ারাতে হবে বিয়ের অনুষ্ঠান। দিল্লিতে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে সংবর্ধনা। বলিউড তারকা এবং ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ