ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিনোদন

সাতটি নাটক নিয়ে থিয়েটার সপ্তাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, নভেম্বর ৩০, ২০১৫
সাতটি নাটক নিয়ে থিয়েটার সপ্তাহ

দেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার (বেইলি রোড) আয়োজন করেছে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’। এর মূল প্রতিপাদ্য ‘সবার উপরে জীবন সত্য’।

আগামী ৪ ডিসেম্বর শুরু হয়ে এই উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রতিদিন এই আয়োজনে থাকছে দলটির প্রযোজনায় একটি করে মোট সাতটি নাটকের প্রদর্শনী। পাশাপাশি হবে মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান।

আয়োজকরা জানান, আগামী ৪ ডিসেম্বর থিয়েটার সপ্তাহ উদ্বোধন করবেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। সমাপনী দিনে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

থিয়েটার সপ্তাহ ২০১৫ উদযাপন পর্ষদের আহ্বায়ক আপন আহসান জানান,  আগামী ২ ডিসেম্বর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তারা আরও বিস্তারিত জানাবেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।