ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিনোদন

গানে গানে বাবাকে স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ডিসেম্বর ১, ২০১৫
গানে গানে বাবাকে স্মরণ খান আতাউর রহমান ও রুমানা ইসলাম

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও সংগীত ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সুযোগ্য মেয়ে রুমানা ইসলাম। ভাই আগুনকে নিয়ে তার গানে হাতেখড়ি বাবার কাছেই।

খান আতা প্রয়াত হয়েছেন বেশ আগে। তার সুর ভেসে বেড়ায় বাংলার আকাশে বাতাসে। আজ এই গুণী মানুষটির মৃত্যু বার্ষিকী। তার স্মরণে মেয়ে রুমানা গাইবেন বাংলাভিশনের স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ।

আগামীকাল বুধবার রাত ১১টা ২৫মিনিটে চ্যানেলটিতে সরাসরি গান পরিবেশন করবেন রুমানা। তার সঙ্গে থাকবেন অপু। শিল্পীরা গেয়ে শোনাবেন খান আতাউর রহমানের কালজয়ী সব গান। গানে গানে তাকে স্মরণ করা হবে।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

বাংলাদেশ সময় : ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।