যেন এক বছর আগের একটি সন্ধ্যা ফিরে এলো! চ্যানেল আই প্রাঙ্গণে তরুণদের উন্মাদনা সেই কথা মনে করিয়ে দিলো। এক বছর আগে এমনই ব্যান্ড ফেস্ট-এ, গানে-সুরে তরুণরা হারিয়ে গিয়েছিলো তাদের শৈশব-কৈশোরের দিনগুলোতে।
দেশের ব্যান্ডসংগীতের শুদ্ধ চর্চারে লক্ষ্যে চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো দেশীয় ব্যান্ড নিয়ে দিনব্যাপী হয়ে গেলো ‘ব্যান্ড ফেস্ট ২০১৫’। এটি তাদের চ্যানেল আইয়ের দ্বিতীয় আয়োজন। এবার প্রধান পৃষ্ঠপোষক ছিলো পার্কি বিস্কুট।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ০৫ মিনিটে উৎসবের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় সঙ্গে ছিলেন কোয়ান্টাম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন, এডিসন গ্রুপের ডেপুটি ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর (অব.) আবদুল মালেক মিয়াজী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, ফকির আলমগীর, শাহীন সামাদ, বাংলাদেশ ব্যান্ডের গায়ক ওমর খালেদ রুমী, এলআরবির আইয়ুব বাচ্চু, নিলু, টিপু, হাসান, লাবু রহমান, হায়দার হোসেন প্রমুখ।
উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করেন অপু মাহফুজ ও মৌসুমী বড়–য়া, প্রযোজনায় অনন্যা রুমা। সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয়েছে চ্যানেল আইতে।
উদ্বোধনী পর্বে উৎসব সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন, ‘একটি লাইভ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের কাছে আমার চাওয়া-পাওয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেছিলাম, বাংলাদেশের ব্যান্ডসংগীতের জন্য একটি দিন আমাদেরকে দিন। আপনাদের অনেক দিবস রয়েছে। সে দিবসগুলোতে আপনারা বিশেষ বিশেষ উৎসব করে আসছেন। এমনই একটি উৎসব ব্যান্ডসংগীতের জন্য দিন। চ্যানেলটি আমার আবেদন রেখেছে। বিজয়ের মাসের প্রথম দিনকে (১ ডিসেম্বর)ব্যান্ড ফেস্ট ডে ঘোষণা করেছেন তারা। ব্যান্ডসংগীতের প্রসারে এটি আমাদের দ্বিতীয় আয়োজন। প্রতি বছর এদিনে চ্যানেল আই প্রাঙ্গণে এভাবে মিলিত হবো আমরা। ’
উৎসবে ব্যান্ডগুলো তাদের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি গেয়েছে মুক্তিযুদ্ধের গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলো এলআরবি, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস্, জলের গান, উচ্চারণ, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, তিরন্দাজ, ব্ল্যাক, বাংলাদেশ, দি ব্রাদার হুড প্রজেক্ট, পিপিলিকা, মেট্রিক্যাল, পার্থিবর সদস্যরা প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসও/জেএইচ