ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘অনিল বাগচীর একদিন’ ছবিতে আরেফ সৈয়্যদ ও জ্যোতিকা জ্যোতি

রাজধানীর বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সোমবার (১৪ ডিসেম্বর) রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ, বাংলা একাডেমি : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠান বিকেল ৪টায়।

বক্তৃতা প্রদান করবেন বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আবু হেনা মোস্তফা কামাল রচিত মুনীর চৌধুরীর প্রতি খোলা চিঠি থেকে পাঠ করবেন রামেন্দু মজুমদার। আবৃত্তি পরিবেশন করবেন কাজী মদিনা। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : ভোলা সরকারি কলেজের পরিবেশনায় ‘বীরপালা’ সন্ধ্যা ৬টায়। রচনা অতনু কারঞ্জাই, নির্দেশনায় আনোয়ার হোসেন শামীম। জামালপুরের সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের পরিবেশনায় ‘সিংহাজানির দুঃখগাথা কিংবা পুনর্জাগরণ পালা’ সন্ধ্যা সাড়ে ৭টায়।
* স্টুডিও থিয়েটার হল : স্বপ্নদলের নাটক ‘ত্রিংশ শতাব্দী’ সন্ধ্যা সাড়ে ৬টায়। মূল রচনা বাদল সরকার, রূপান্তর ও নির্দেশনায় জাহিদ রিপন।

প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
* জাতীয় চিত্রশালা গ্যালারি : শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন বিকেল ৪টায়। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
* জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারি : চিত্রশিল্পী আ. আরীফ শাহীনের ‘প্রকৃতি-প্রকৃত ভালবাসা’ শীর্ষক ষষ্ঠ চিত্র প্রদর্শনীর শেষ দিন। সকাল ১১টা থেকে রাত ৮টা।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, ৬০, গুলশান এভিনিউ-গুলশান ১ : তায়েবা বেগম লিপির একক ছাপচিত্র, ড্রইং ও ভিডিও প্রদর্শনী ‘নো ওয়ান হোম’ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি, উত্তর বাড্ডা : শিল্পী কালিদাস কর্মকারের ৭১তম জন্মদিন উপলক্ষে তার ৭১তম প্রদর্শনী ‘পাললিক অনুভব’ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।

চলচ্চিত্র
জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি : ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’। বাদল রহমান পরিচালিত ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ সন্ধ্যা ৬টায়।
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা
হল ১ থেকে চার :
* দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট টু থ্রিডি (সকাল ১১টা ১০, দুপুর ১টা ৫০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১০)।
* অনিল বাগচীর একদিন (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৫০, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ২০)।
* একাত্তরের ক্ষুদিরাম (দুপুর ১টা ১০, বিকেল ৩টা ০৫, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* শোভনের স্বাধীনতা (সকাল ১১টা, বিকেল ৪টা ১০)।
* স্পেক্টর (সকাল ১০টা ৫০, বিকেল ৪টা ২০)।
* ব্ল্যাক (দুপুর ১টা ৩৫, সন্ধ্যা ৬টা ৫০)।
স্টার ভিআইপি :
* ভিক্টর ফ্রাঙ্কেনস্টেইন (সকাল সাড়ে ১১টা, বিকেল ৪টা ৪০)।
* স্পেক্টর (দুপুর ১টা ৪০)।
স্টার প্রিমিয়াম :
* প্যান থ্রিডি (সকাল ১১টা ২০, বিকেল ৪টা ৫০)।
* দ্য মার্শিয়ান থ্রিডি (দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ২০)।

ব্লকবাস্টার সিনেমাস
* দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট টু থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ১টা ২০, বিকেল ৫টা ১০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* স্পেক্টর (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, বিকেল ৪টা ২০, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* শোভনের স্বাধীনতা (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ২০, সন্ধ্যা ৬টা ৫০)।
* দ্য লাস্ট উইচ হান্টার (দুপুর ২টা ৪০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* অনিল বাগচীর একদিন (দুপুর ১২টা, বিকেল ৫টা)।
* ব্ল্যাক (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ১০)।
* প্যান (দুপুর ২টা ৫০, রাত ৮টা)।

বাংলাদেশ সময় : ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।