কয়েকদিন আগের কথা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘দোস্ত দুশমন’-এর সেটে সকাল সকাল এসে হাজির অ্যালেন শুভ্র।
প্রশ্নও করা হলো, এই গোঁফ রাখার পেছনে অনুপ্রেরণা কি রণবীর? অ্যালেনের উত্তর, ‘আসলে তা না। এ ধরনের গোঁফ সবার হয় না। তাই ভাবছি যতোদিন সম্ভব গোঁফ রেখে দেবো। দাড়িও থাকবে। ’
গত কিছুদিনে বেশ কয়েকটি এক খন্ডের নাটকে কাজ করার প্রস্তাব এসেছে, কিন্তু সবই ফিরিয়ে দিয়েছেন অ্যালেন। কারণ কী? ‘চিত্রনাট্য পছন্দ হয়নি। সত্যি বলতে, আমি এখন একটু বেছে বেছে কাজ করছি। ’
অ্যালেন এখন কাজ করছেন আরও তিনটি ধারাবাহিক নাটকে। এগুলো হলো রেদওয়ান রনির ‘ঝালমুড়ি’ (আরটিভি), গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’ (বাংলাভিশন) এবং ইমরাউল রাফাতের ‘কলিংবেল’ (দেশ টিভি)। সম্প্রতি শেষ হয়েছে অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’ (এনটিভি)।
বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ