ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

বেজবাবার ‘সৌল ফুড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ২০, ২০১৫
বেজবাবার ‘সৌল ফুড’

সংগীতশিল্পীর আত্মার খোরাক হচ্ছে গান। তাই হয়তো বেজবাবা সুমনের নতুন এককের নাম রাখা হলো ‘সৌল ফুড’।

এটি মূলত যন্ত্রসংগীতের অ্যালবাম। স্বাভাবিকভাবেই এতে প্রাধান্য দেওয়া হচ্ছে বেজ গিটারকে।

অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন জানান, আগামী বছর বাজারে আসবে ‘সৌল ফুড’। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অ্যালবামটির কাজ সম্পন্ন করতে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসাধারণ ও দারুণ প্রতিভাবান অনেক সংগীতশিল্পী আমাকে সহযোগিতা করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যালবাম নিয়ে বিস্তারিত জানাবো। ’

এদিকে অর্থহীন ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘অসমাপ্ত টু’ বাজারে আসে ২০১১ সালে। তাদের পরবর্তী অ্যালবাম ‘ক্যান্সারে নিশিকাব্য’ শ্রোতারা হাতে পেতে পারেন আগামী পহেলা বৈশাখে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।