লোক নাট্যদলের দুই সফল প্রযোজনা ‘লীলাবতী আখ্যান’ ও ‘সোনাই মাধব’। দেশ-বিদেশের দর্শক দুটির নাটকের সঙ্গেই পরিচিত।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মধ্যম গ্রামের নজরুল শতবার্ষিকী সদন মঞ্চে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় মিউনিসিপ্যালিটি’র চেয়ারম্যান এবং উদ্বোধন করবেন লোক নাট্যদলের অধিকর্তা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট নাট্য নির্দেশক বিভাস চক্রবর্তী।
এখানে শুক্রবার (২৫ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টায় ‘লীলাবতী আখ্যান’-এর প্রথম, পরদিন বিরাটি সাধারণ পাঠাগার সংলগ্ন স্টেজে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রদর্শনী হবে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিরাটি সাধারণ পাঠাগার সংলগ্ন স্টেজে মেঞ্চস্থ হবে ‘সোনাই মাধব’।
আগামী ২৯ ডিসেম্বর সকালে লোক নাট্যদল বাংলাদেশের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও