ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘গেরুয়া’র প্যারোডিতে স্বয়ং শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, ডিসেম্বর ২৩, ২০১৫
‘গেরুয়া’র প্যারোডিতে স্বয়ং শাহরুখ শাহরুখ খান

রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যে কোনো গানের প্যারোডি বের হওয়া এখন একটা মামুলি ঘটনা। একইভাবে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গানটিরও প্যারোডি বের হয়েছে।

কিন্তু এটি একটু আলাদা। কারণ এতে যুক্ত হয়েছেন অভিনেতা নিজেই। শাহরুখ গাইলেন ‘গেরুয়া’র প্যারোডি। এ নিয়ে রীতিমত আলোচনা চারদিকে।  

একই রোম্যান্টিক দৃশ্য, একইরকম অ্যাপিয়ারেন্স, একই বডি ল্যাঙ্গুয়েজ, একই গল্প- তার ছবির বিরুদ্ধে ‘একইরকম’ অভিযোগ কম নয়৷  বিশ্ববাজারে ভারতীয় সিনেমা হিসেবে ‘দিলওয়ালে’ যখন সব চেয়ে বেশি উপার্জনের পথে এগোচ্ছে, তখনই উঠলো এই অভিযোগ৷ আর তাই এ ছবির রোম্যান্টিক গান ‘গেরুয়া’র প্যারোডি বানিয়েছে ‘শুদ্ধ দেশি গানে’ নামে এক ইউটিউব চ্যানেল৷ তবে আশ্চর্য এই যে, সে প্যারোডিতে সামিল হয়েছেন বাদশা স্বয়ং৷ প্যারোডির শেষ অংশের ভিডিওতে নিজের ভূমিকাতেই হাজির হয়েছেন তিনি৷ স্বভাবসিদ্ধ রসিকতাও করেছেন৷

সলিল জমদার  নামে এক তরুণ বানিয়েছেন এ প্যারোডি৷ একইরকম দৃশ্যে শাহরুখের বারবার পর্দায় আসা থেকে একইরকম গানের ধরন নিয়ে মজা করা হয়েছে সে প্যারোডিতে৷  ‘দিলওয়ালে’র ট্যাগলাইন যেখানে ‘সাম লাভ স্টোরিজ নেভার এন্ড’, সেখানে এই প্যারোডির ট্যাগলাইন ‘সাম লাভ স্টোরিজ শুড যাস্ট এন্ড’৷ গানের দৃশ্যে হাজারও নকলের থেকেও শাহরুখের অভিনয় যে আরও মেকি সে কথাও লেখা হয়েছে গানের কথায়৷ আর শেষমেশ বলা হয়েছে, সব এক হওয়া সত্ত্বেও ‘ফিরভি পোপট বনেগা ইন্ডিয়া’৷ ‘দিলওয়ালে’র পর কি এবার শাহরুখ ‘দুলহনিয়া’, ‘লে’, ‘যায়েঙ্গে’ এসব নামেও ছবি করবেন? অনেকের এ প্রশ্ন এখানে রাখা হয়েছে শাহরুখের সামনেই৷

এই রসিকতা সত্ত্বেও ক্ষুব্ধ নন কিং খান। বরং তিনি নিজেই হাজির হয়েছেন এ ভিডিওতে৷ গানে গানে রসিকতাও করেছেন সলিলের সঙ্গে৷ উপরন্তু এই ইউটিউব চ্যানেল দেখার জন্য সকলকে অনুরোধও করেছেন৷ শেষমেশ বলেছেন, ‘ছোটি ছোটি প্যারোডিজমেঁ বড়ি বড়ি পোপট মিলতি হ্যায়’৷

সিনেমার মার্কেটিংয়ে তিনি যে তুখোড় এ কথা সকলেরই জানে৷ প্রমোশনের বাদশা খেতাব বলিউডে তারই প্রাপ্য৷ নিজেকে নিয়ে রসিকতা করতে পারে ক’জন! পারেন বলেই তিনি বোধহয় ‘দিলওয়ালে’৷

** ‘গেরুয়া’ গানের প্যারোডি :

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।