সালমান খানের বিরুদ্ধে করা ‘হিট অ্যান্ড রান’ মামলায় নতুন মোড় তৈরি হয়েছে। গত ১০ ডিসেম্বর খালাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বলিউডের এই তারকা ও তার ভক্তরা।
সূত্র বলছে, সালমানের খালাস দেওয়া বোম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। বোম্বে হাইকোর্টের দেওয়া রায়ে সালমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই রায়ে বলা হয়েছিলো, প্রসিকিউশন সালমানের বিরুদ্ধে কোনও প্রমাণ হাজির করতে পারেননি।
নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সালমানের আপিলের পর বোম্বে হাইকোর্টের এ রায় আসে। ২০০২ সালের ২৮ অক্টোবর ফুটপাতে গাড়ি চালিয়ে একজনকে হত্যা ও অপর চারজনকে আহত করার অভিযোগে নিম্ন আদালত সালমানকে ৫ বছরের কারাদণ্ডের শাস্তির রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও