ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মামলায় নতুন মোড় সালমান খান

সালমান খানের বিরুদ্ধে করা ‘হিট অ্যান্ড রান’ মামলায় নতুন মোড় তৈরি হয়েছে। গত ১০ ডিসেম্বর খালাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বলিউডের এই তারকা ও তার ভক্তরা।

এবার মনে হচ্ছে, সহসাই নিস্তার পাচ্ছেন না সালমান।

সূত্র বলছে, সালমানের খালাস দেওয়া বোম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। বোম্বে হাইকোর্টের দেওয়া রায়ে সালমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই রায়ে বলা হয়েছিলো, প্রসিকিউশন সালমানের বিরুদ্ধে কোনও প্রমাণ হাজির করতে পারেননি।

নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সালমানের আপিলের পর বোম্বে হাইকোর্টের এ রায় আসে।   ২০০২ সালের ২৮ অক্টোবর ফুটপাতে গাড়ি চালিয়ে একজনকে হত্যা ও অপর চারজনকে আহত করার অভিযোগে নিম্ন আদালত সালমানকে ৫ বছরের কারাদণ্ডের শাস্তির রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।