ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সৈয়দ হক জয়ন্তী’ ২৭ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
‘সৈয়দ হক জয়ন্তী’ ২৭ ডিসেম্বর সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, গান- সব মাধ্যমে তিনি লিখছেন।

৮০তম জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সৈয়দ হক জয়ন্তী’।

সৈয়দ হক জয়ন্তী উদযাপন পরিষদ জানায়, আগামী ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। সৈয়দ হক জয়ন্তী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম, নাট্যজন রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, ড. মোহাম্মদ সামাদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখবেন সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের আহ্বায়ক নাট্যজন আতাউর রহমান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল ও অদিতি মহসীন। নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব। আর আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।