দুই বাংলার ছয় জন শিল্পীর গান নিয়ে প্রকাশিত হলো মিশ্র অ্যালবাম ‘শুধু তুমি আমি’। শিল্পীরা হলেন ঢাকার এস.এম.তারেক ও মঞ্জু এবং কলকাতার অগ্নিভ বন্দোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অমিত কুমার গাঙ্গুলী ও অন্তরা চৌধুরী।
অ্যালবামটিতে মোট ২৬টি গান রয়েছে। এগুলোর শিরোনাম- ‘মরণকালে দুচোখ ভরে দেখতে চাই তোমাকে’, ‘ব্যথা আমার কান্না’, ‘সোনাঝরা দিনগুলো’, ‘জীবনের দিনগুলো গত হয়ে যায়’, ‘ভালোবাসা সহজ নয়’ ইত্যাদি। সব গান লিখেছেন প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট সাদিকুর রহমান।
রাজধানীর শিল্পকলা একাডেমীতে রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি তোফাজ্জল ইসলাম, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি আশফাকুল ইসলাম, দানবীর রাগিব আলী, গীতিকার, সুরকার সংগীত পরিচালক আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহীম ফাতেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জি-সিরিজ ও অগ্নিবীণার স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া।
মোড়ক উন্মোচন শেষে সংগীত পরিবেশন করেন ঢাকার দুই শিল্পী এস.এম.তারেক ও মঞ্জু। অ্যালবাম প্রসঙ্গে এসএম তারেক বলেন, ‘কলকাতার শিল্পীদের নিয়ে জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় বড় কলেবরে আরেকটি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। ’
বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেএইচ