ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাতে ছবি নেওয়ার পরদিনই শুটিংয়ে অমৃতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
হাতে ছবি নেওয়ার পরদিনই শুটিংয়ে অমৃতা ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুক্তিবদ্ধ হওয়ার পরদিনই শুটিং শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা খান। ছবির নাম ‘ময়না পাখির সংসার’।

নরসিংদীর রায়পুরায় শুক্রবার (১ জানুয়ারি) থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

অমৃতা বাংলানিউজকে বললেন, ‘পুরনো বছরের শেষ দিন এ ছবিতে কাজের প্রস্তাব পাই। গল্পটা আমার ভালো লেগেছে। তাই কাজটি করছি। মজার ব্যাপার হলো, নতুন বছরের প্রথম দিনই শুরু হয়েছে এর শুটিং। ’

রায়হান মুজিবের পরিচালনায় এতে অমৃতার সহশিল্পী ‘সুপার হিরো’খ্যাত রোজ। নরসিংদীতে পুরো ছবির কাজ শেষ করে তবেই ঢাকায় ফিরবেন কলাকুশলীরা। প্রযোজনায় শিশির চলচ্চিত্র।

অমৃতা জানালেন, প্রায় দেড় বছর পর নতুন ছবির কাজ করছেন তিনি। সর্বশেষ ২০১৪ সালের জুলাইয়ে রাজু আহমেদের ‘অসম প্রেম’-এ অভিনয় করেছিলেন। মাঝে অবশ্য আগেই হাতে নেওয়া ‘টার্গেট’-এর কিছু অংশের কাজ করেছেন গত মাসে।

বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।