ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনেই ঘরে ফিরছেন বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
জন্মদিনেই ঘরে ফিরছেন বিদ্যা বিদ্যা বালান

হাসপাতাল থেকে শুক্রবার (১ জানুয়ারি) নিজের জন্মদিনে ঘরে ফিরতে যাচ্ছেন বিদ্যা বালান। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

এখন তিনি অনেকটা সুস্থ।

দুই দিন আগে কিডনি জটিলতার কারণে মুম্বাইয়ের খার এলাকায় হিন্দুজা হাসপাতালে ভর্তি হন বিদ্যা। ৩৭ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) টুইটারে ভক্তদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘জন্মদিনে ঘরে ফিরতে পারছি বলে ভালো লাগছে। সবার ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। ২০১৬ সবার জন্য সুখের হোক। ’

স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিদেশে গিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনের পরিকল্পনা করেছিলেন বিদ্যা। কিন্তু কিডনির যন্ত্রণায় কাতর হয়ে তা বাতিল করতে হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে।

বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।