ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বহু-দূরে’ নিয়ে শ্রোতাদের কাছাকাছি উইনিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
‘বহু-দূরে’ নিয়ে শ্রোতাদের কাছাকাছি উইনিং

‘উইনিং কী হারিয়ে গেলো? তাদের নতুন অ্যালবাম কবে আসবে?’- এমন প্রশ্ন আর নয়। এবার জবাব নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে এসেছে জনপ্রিয় এই ব্যান্ড।



দীর্ঘ ২০ বছর পর প্রকাশ হলো তাদের নতুন অ্যালবাম ‘বহু-দূরে’। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বাজারে ছাড়া হয় এটি। ওইদিন  রাজধানীর ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে এর মোড়ক খোলা হয়।

অনুষ্ঠানে ছিলেন উইনিং ব্যান্ডের চার সদস্য- বিপ্লব আশরাফ, জামান আলী চন্দন, শামসুন নূর রঞ্জন ও এস এম মশিউর রহমান শেলী। এ ছাড়া তাদের শুভকামনা জানাতে হাজির ছিলেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, আশিকুজ্জামান টুলু, লাবিব মাহমুদ প্রমুখ।

‘বহু-দূরে’ উইনিংয়ের তৃতীয় অ্যালবাম। এতে রয়েছে ১২টি নতুন গান। সব গানের সুর ও সংগীত করেছেন ব্যান্ডের সদস্যরাই। এর মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে কানাডার ফেজ ওয়ান স্টুডিওতে। অ্যালবামটি বাজারে এনেছে মোর দ্যান ওয়ার্ডস  মিডিয়া এজেন্সি, পৃষ্ঠপোষকতায় ‘বেলিসিমো’।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৫
এসও/ জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।