ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৮ জানুয়ারি ‘কনসার্ট ফর কম্বল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
৮ জানুয়ারি ‘কনসার্ট ফর কম্বল’ ‘কনসার্ট ফর কম্বল’-এর লোগো

শীতের প্রকোপ বেড়েছে। কষ্ট পাচ্ছেন সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষেরা।

তাদের কাছে উঞ্চতা পৌঁছে দেওয়া হবে। একটি গরম কম্বল ফোটাবে তাদের মুখে হাসি। শীতবস্ত্র সংগ্রহে আবারও একমঞ্চে হাজির হচ্ছে দেশের কয়েকটি ব্যান্ড। ‘কনসার্ট ফল কম্বল’ শিরোনামে আয়োজিত এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন তারা।

আগামী ৮ জানুয়ারি মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবে এলআরবি, মিলা, মাইলস, ওয়ারফেজ, মাকসুদ অ্যান্ড ঢাকা, প্রমিথিউস, ভাইকিংস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, দৃক, শহরতলী, রাজত্ব, তাহসান অ্যান্ড ব্যান্ড, ফিউশনস্টিক ও বিভীষিকা।

আয়োজকরা জানান, এই ইভেন্টের কোনো পৃষ্ঠপোষক নেই। কয়েকজন তরুণ এর উদ্যোক্তা। একটি কম্বল কিংবা ৩০০ টাকা হলেই মিলবে কনসার্ট উপভোগ করার সুযোগ। দুপুর ২টায় শুরু হবে পরিবেশনা, চলবে রাত ৯টা পর্যন্ত।

ব্যান্ডবক্স-এর সব আউটলেটে ৩০০ টাকার বিনিময়ে ‘কনসার্ট ফর কম্বল’-এর প্রবেশপত্র সংগ্রহ করা যাচ্ছে। এ ছাড়া অনুষ্ঠানস্থল থেকেও মিলবে টিকিট।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।