ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোলসের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সোলসের নতুন গান

দীর্ঘদিন পর সোলসের নতুন গান প্রকাশ হবে- ভক্তদের জন্য এটা সুখবর। বিষয়টি মাথায় রেখেছেন দলপ্রধান পার্থ বড়ুয়া।

নতুন বছরের শুরুতে নতুন গানটি উপভোগ করতে পারবেন শ্রোতারা।

‘চাই চাই চাই’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। এখন চলছে মিউজিক ভিডিও তৈরির কাজ। রোববার (৩ জানুয়ারি) এর শুটিংয়ে অংশ নিয়েছেন ব্যান্ডের সদস্যরা। ভিডিওটি তৈরি হচ্ছে একটু ভিন্ন উপায়ে। সেটা কেমন?

বাংলানিউজের সঙ্গে আলাপে পার্থ বড়ুয়া বলেন, ‘কক্সবাজারে শুটিং করছি গানটির। এর আগেও বিভিন্ন স্থানে এর কাজ করেছি। এবার যেমন কক্সবাজার এসেছি কনসার্টে গাইতে, বন্ধ রাখিনি শুটিং। একসঙ্গে দুটোই এগিয়ে চলেছে। ’

ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম জানান, ভিডিওটি তৈরি করছেন তারা নিজেরাই। পার্থ বড়ুয়া ক্যামেরা চালাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, আবার শুটিংয়েও অংশ নিচ্ছেন। কক্সবাজার থেকে সোমবার (৪ জানুয়ারি) ঢাকায় ফিরবে সোলস।

এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে সোলসের বিখ্যাত গান ‘হাজার বর্ষারাত’-এর আ কাপেলা ভার্সন। এটি ইউটিউবে এখন পর্যন্ত উপভোগ করেছেন সাড়ে ৯ হাজার মানুষ।

* ‘হাজার বর্ষা রাত’-এর আ কাপেলা ভার্সন:



বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।