ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলাপকারী অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আলাপকারী অমিতাভ রেজা অমিতাভ রেজা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ কর্মসূচির প্রতি মাসে নির্বাচিত ছবির প্রদর্শনীর পাশাপাশি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। প্রতি মাসে চলচ্চিত্র শিল্প ও চলচ্চিত্র-সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে হবে মতবিনিময়মূলক বক্তৃতার এই আয়োজন।

প্রথমবারের মত আয়োজিত আলাপের বিষয় হলো ‘চলচ্চিত্রে গল্প বলা’। প্রথম অতিথি বক্তা বা আলাপকারী ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা। আগামী ২৮ অক্টোবর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। এটি সব চলচ্চিত্র নির্মাতা ও নির্মাণ কুশলীদের জন্য উন্মুক্ত থাকবে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন জানান, দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণধারাকে উৎসাহিত করার লক্ষ্যে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ‘সিনেমা ফাইভ’ শিরোনামে গণঅর্থায়ন ও দলগত প্রয়াসে দায়বদ্ধ চলচ্চিত্র নির্মাণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিতে প্রতি বছর পাঁচটি স্বাধীন চলচ্চিত্র তৈরি হবে।

আয়োজকরা বলেন, ‘আমরা মনে করছি এ দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে শক্তিশালী করতে ও সর্বস্তরে ছড়িয়ে দিতে শুধু নির্মাণই নয়, প্রয়োজন চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক ব্যাপক বিস্তৃত আলোচনা ও আলাপের। চলচ্চিত্র সংস্কৃতি বিষয়ক অনেক আলাপ, আলোচনা ও তৎপরতার মধ্য দিয়েই তরুণতর নির্মাতা-দর্শক-সমালোচক-গবেষকদের মধ্যকার সেতুবন্ধন হতে পারে। আলাপ-আলোচনার মধ্য দিয়েই শুরু হতে পারে নতুন চলচ্চিত্র নির্মাণের ভাবনা ও সংঘবদ্ধতার। এমন ভাবনার ফলেই শুরু হতে যাচ্ছে ‘সিনেমা ফাইভ আলাপ’। ”

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।