ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার ইউক্রেনে যাচ্ছে ‘বিষকাঁটা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এবার ইউক্রেনে যাচ্ছে ‘বিষকাঁটা’ দৃশ্য: ‘বিষকাঁটা’

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’ বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। এবার এটি যাচ্ছে ইউক্রেইনের কাইয়েবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’ বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। এবার এটি যাচ্ছে ইউক্রেইনের কাইয়েবে।

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইকুয়েলিটি ফিল্ম ফেস্টিভ্যালে ‘বিষকাঁটা’র প্রদর্শনী হবে। বিশ্বের বিভিন্ন জাতির মানুষের মধ্যে ভেদাভেদ না থেকে একতা তৈরির লক্ষে সংস্কৃতি, সৃজনশীলতা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডকে তুলে ধরা হয় এ উৎসবে। এ আয়োজন শেষ হবে ১১ ডিসেম্বর।

সর্বশেষ বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে পুরস্কার জেতে ফারজানা ববি পরিচালিত প্রামাণ্যচিত্রটি। খনা টকিজের ব্যানারে এটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।

‘বিষকাঁটা’র ইংরেজি নাম ‘দ্য পয়জন থোর্ন’। এই প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধে নির্যাতিত তিন নারী মুক্তিযোদ্ধা রঞ্জিতা মন্ডল, হালিমা খাতুন, রমা চৌধুরীর বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন>>>
* বাগদাদে লড়বে ‘বিষকাঁটা’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।