ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভের চিরসবুজ গানে নাচলেন উর্বশী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
অমিতাভের চিরসবুজ গানে নাচলেন উর্বশী (ভিডিও) ‘হাসিনো কা দিওয়ানা’ গানের ভিডিও

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারানা’য় অমিতাভ বচ্চন অভিনীত চিরসবুজ গান ‘সারা জামানা’র রিমিক্স সংস্করণ তৈরি হলো হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির জন্য। এতে নেচেছেন বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী উর্বশী রাউতেলা।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারানা’য় অমিতাভ বচ্চন অভিনীত চিরসবুজ গান ‘সারা জামানা’র রিমিক্স সংস্করণ তৈরি হলো হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির জন্য। এতে নেচেছেন বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী উর্বশী রাউতেলা।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এটি প্রকাশিত হলো।

রাকেশ রোশন প্রযোজিত ‘কাবিল’ ছবির আইটেম গানটিতে অংশ নেওয়ার সুবাদে কিছুদিন ধরে খবরের শিরোনামে আছেন উর্বশী। তবে অমিতাভ অভিনীত গান বলে নার্ভাস ছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য রূপ আর নাচের প্রতিভায় উতরে গেছেন ২২ বছর বয়সী এই তারকা। ফিল্মিস্তান স্টুডিওতে আলো ঝলমলে আবহে এর চিত্রায়ন হয়েছে।

* উর্বশী রাউতেলা বাংলাদেশের ‘পরবাসিনী’ ছবির একটি গানেও নেচেছেন।  এটি মুক্তির অপেক্ষায় আছে।  মূল গানটি গেয়েছেন কিশোর কুমার। অঞ্জনের কথায় সুর করেছেন রাজেশ রোশন। একই সুর রেখে ‘কাবিল’-এর জন্য এটি গাওয়ানো হয়েছে পায়েল দেবকে দিয়ে। সংগীতায়োজন করেছেন রাফতার। এর শিরোনাম রাখা হয়েছে ‘হাসিনো কা দিওয়ানা’। নতুন কিছু কথা লিখেছেন কুমার।

সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘কাবিল’ মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। এতে হৃতিকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।