ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মিমকে নিয়ে গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মিমকে নিয়ে গান (ভিডিও) ‘হেইলা দুইলা নাচ’ গানের ভিডিও

‘ও মিম মিম মিম/তোকে পটাতে গিয়ে আমি খাই যে হিমশিম/তুই আমার মনের স্মার্টফোনে ফোরজি সিম’- এমন কথা নিয়ে সাজানো ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশিত হলো।

‘ও মিম মিম মিম/তোকে পটাতে গিয়ে আমি খাই যে হিমশিম/তুই আমার মনের স্মার্টফোনে ফোরজি সিম’- এমন কথা নিয়ে সাজানো ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশিত হলো।

মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের কথাই বলা হয়েছে এখানে।

তিনিই মূলত গানটিতে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন এ ভিডিওতে। এর আগে তাকে এমন নাচের উপযোগী গানে খুব একটা পাওয়া যায়নি।

* মিউজিক ভিডিওটি নিয়ে এরই মধ্যে ফেসবুকে প্রশংসিত হয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রচারণার লক্ষ্যে তৈরি হয়েছে ভিডিওটি। এটি গেয়েছেন কনা। মিমকে নিয়ে গেয়েছেন কলকাতার আকাশ। সুর ও সংগীত তারই। নৃত্য পরিচালনায় তানজিল আলম।

মিমকে নিয়ে লেখা লাইনগুলোতে ঠোঁট মিলিয়েছেন আকাশ এবং ছবিটির অন্যতম অভিনেতা সাঞ্জু জন। ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে। এর কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।

লাইভ টেকনোলজিস লিমিটেড প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ পরিচালনা করেছেন অনন্য মামুন। এটি মুক্তি পাবে শুক্রবার (১৬ ডিসেম্বর)। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এটি এ জুটির দ্বিতীয় ছবি। এর আগে ‘সুইটহার্ট’-এ দেখা গেছে তাদেরকে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।