ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবারের স্টারডাস্ট অ্যাওয়ার্ড বিজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এবারের স্টারডাস্ট অ্যাওয়ার্ড বিজয়ীরা (বাঁ থেকে) অমিতাভ বচ্চনের হাত থেকে পুরস্কার নিলেন এবং শাহরুখ খানকে পুরস্কার তুলে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন

গ্ল্যামারের ঝলকানি আর উৎসাহ-উদ্দীপনা নিয়ে হয়ে গেলো স্টারডাস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এ আসরের লালগালিচায় পা মাড়িয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকারা। তাদের সুবাদে জৌলুসের কমতি ছিলো না এ আয়োজনে।

গ্ল্যামারের ঝলকানি আর উৎসাহ-উদ্দীপনা নিয়ে হয়ে গেলো স্টারডাস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এ আসরের লালগালিচায় পা মাড়িয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকারা।

তাদের সুবাদে জৌলুসের কমতি ছিলো না এ আয়োজনে।

সবার জ্বলজ্বলে উপস্থিতির মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে প্রদান করা হয় পুরস্কার। এর ফাঁকে ফাঁকে ছিলো জ্যাকলিন ফার্নান্দেজ, সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া এবং হিমেশ রেশামিয়া ও লুলিয়া ভানটুরের পরিবেশনা। উপস্থাপনা করেন অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ।
নৃত্য পরিচালক বোসকো-সিজারের সঙ্গে রিতেশ দেশমুখ, ইলি আবরাম, তামান্না ভাটিয়া ও অভিষেক বচ্চন।

স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬ বিজয়ীরা
বর্ষসেরা ছবি: সুলতান
(বাঁ থেকে) লুলিয়া ভানটুর, করণ জোহর ও শাহরুখ খান।
পরিচালক:
করণ জোহর (অ্যায় দিল হ্যায় মুশকিল)
অভিনেতা: অমিতাভ বচ্চন (পিঙ্ক)
পুরস্কার নিচ্ছেন আনুশকা শর্মা।
অভিনেত্রী:
আনুশকা শর্মা (সুলতান ও অ্যায় দিল হ্যায় মুশকিল)
বর্ষসেরা পারফর্মার: ঐশ্বরিয়া রাই বচ্চন (সর্বজিৎ)
বর্ষসেরা চলচ্চিত্র পরিচালক: রাম মাধবানি (নীর্জা)
বর্ষসেরা অভিনেতা (এডিটরস চয়েস): শাহরুখ খান (ফ্যান)
অভিনেত্রী (এডিটরস চয়েস): সোনম কাপুর (নীর্জা)
‘মিরজিয়া’ জুটি হর্ষবর্ধন কাপুর ও সাইয়ামি খের।
নবাগত:
হর্ষবর্ধন কাপুর (মিরজিয়া)
(বাঁ থেকে) দিশা পাতানি, সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন।
নবাগতা:
সাইয়ামি খের (মিরজিয়া) ও দিশা পাতানি (এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
ঋষি কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন তার স্ত্রী নিতু কাপুর।  পেছনে তাদের সন্তান রণবীর কাপুর।
পার্শ্ব-অভিনেতা:
ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সানস)
পার্শ্ব-অভিনেত্রী: শাবানা আজমি (নীর্জা)
খল অভিনেতা: জিম সর্ব (নীর্জা)
গল্পকার: শাকুন বাত্রা (কাপুর অ্যান্ড সানস)
সংগীত পরিচালক: প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)

গায়ক:
অরিজিৎ সিং (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)

গায়িকা:
নেহা ভাসিন (জাগ ঘুমেয়া, সুলতান)

নৃত্য পরিচালক:
বোসকো সিজার (কালা চশমা, বারবার দেখো)
চিত্রনাট্যকার: অভিষেক চৌবে ও সুদীপ শর্মা (উড়তা পাঞ্জাব)
পোশাক পরিকল্পনা: আলভিরা অগ্নিহোত্রী খান ও অ্যাশলি রেবেলো (সুলতান)
গানের অ্যালবাম: অ্যায় দিল হ্যায় মুশকিল (সনি মিউজিক ইন্ডিয়া)
বরুণ ধাওয়ানকে পুরস্কার তুলে দেন পরিণীতি চোপড়া।  (বাঁয়ে) দিলজিৎ দোশাঞ্জ।
আগামী প্রজন্মের সুপারস্টার:
বরুণ ধাওয়ান
শ্রীদেবীর হাত থেকে পুরস্কার গ্রহণের পর প্রিয়াঙ্কা চোপড়া।
গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডস:
প্রিয়াঙ্কা চোপড়া
নতুনধারার পরিচালক: অজয় দেবগণ (শিবায়)
রেখাকে পুরস্কার তুলে দিচ্ছেন জাভেদ আখতার।  মাঝে জাভেদের স্ত্রী শাবানা আজমি।
আজীবন সম্মাননা পুরস্কার:
রেখা

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।