ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বড়দিনের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বড়দিনের আয়োজন বড়দিন মানেই বর্ণিল আয়োজন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা পৃথিবীতে গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও ঢাকাসহ বিভিন্ন জেলায় থাকছে বর্ণিল আয়োজন।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা পৃথিবীতে গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়।

বাংলাদেশেও ঢাকাসহ বিভিন্ন জেলায় থাকছে বর্ণিল আয়োজন।

বড়দিনে লা মেরিডিয়ান হোটেলের ইনফিনিটি রুফটপে রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মাঝরাত পর্যন্ত একটানা চলবে বিডি হিপ-হপ ফেস্ট। এখানে দেশের মেধাবী হিপ-হপ শিল্পীরা পরিবেশন করবেন র‌্যাপ, বি-বয় ড্যান্স, বিট বক্সিং, হিপ-হপ ফ্যাশন শো, ফায়ার স্পিনিং ইত্যাদি। এর আয়োজন করেছে রঁন্দেভু প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে রোববার বিশেষ অনুষ্ঠান প্রচার করবে দেশের টিভি চ্যানেলগুলো। উৎসব আনন্দে এসব আয়োজনের কয়েকটির খবর রইলো এখানে।

বিটিভিতে সন্ধ্যা সাতটায় রয়েছে ‘মদ্গলীনী’। রাত দশটা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। এটিএন বাংলায় বিকেল তিনটা ১০ মিনিটে থাকছে লিটন অধিকারী রিন্টুর পরিচালনায় ‘বড়দিনের একাল সেকাল’। চ্যানেল আইতে বিকেল তিনটা ৫ মিনিট থেকে ‘গানের উৎসবে’ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করবেন গুণী শিল্পী লীনু বিল্লাহ ও কাদেরী কিবরীয়া।

আরটিভিতে সকাল দশটা ১০ মিনিটে রয়েছে প্রামাণ্যচিত্র ‘শুভ বড়দিন’। বিকেল পাঁচটায় সরাসরি সম্প্রচার করা হবে সমবেত ধর্মীয় সংগীত। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে থাকবে বড়দিনের বিশেষ নাটক ‘আবহমান’। রচনা ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে প্রভা, শ্যামল মাওলা, রামিজ রাজু। রাত ১১টা ২০ মিনিটে ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ‘লালন’।

বাংলাভিশনে সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে প্রচার হবে ‘বড়দিনের শুভ কামনা’। এতে বড়দিনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন ফাদার মারটিনেলি, ফাদার শ্যামল গোমেজ, ফাদার কমল কোড়াইয়া। থাকছে বড়দিনের কয়েকটি গান, নাচ ও কীর্তন। উপস্থাপনায় নীল এইচ জাহান।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।