ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দেশীয় বিনোদন অঙ্গন ২০১৬

আলোচিত ২০ ঘটনা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আলোচিত ২০ ঘটনা (বাঁ থেকে) ইরফান খান, ‘সুলতান সুলেমান’ সিরিজের দৃশ্য ও অপু বিশ্বাস

চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনে বেশকিছু উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়েছে ২০১৬ সাল। এ বছর ঢাকার চলচ্চিত্রের হীরকজয়ন্তী পূর্ণ হয়েছে। তবে রূপালি পর্দার ব্যাপার-স্যাপারের বেশিরভাগই ছিলো বিতর্কিত। টেলিভিশন অঙ্গনে ঘটেছে অনেক বিতর্কিত ঘটনা। আর সংগীত ভুবনের ঘটনাগুলোও ছিলো মনে রাখার মতো ঘটনা। ফিরে দেখা যাক সেগুলো।

চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনে বেশকিছু উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়েছে ২০১৬ সাল। এ বছর ঢাকার চলচ্চিত্রের হীরকজয়ন্তী পূর্ণ হয়েছে।

তবে রূপালি পর্দার ব্যাপার-স্যাপারের বেশিরভাগই ছিলো বিতর্কিত। টেলিভিশন অঙ্গনে ঘটেছে অনেক বিতর্কিত ঘটনা। আর সংগীত ভুবনের ঘটনাগুলোও ছিলো মনে রাখার মতো ঘটনা। ফিরে দেখা যাক সেগুলো।

চলচ্চিত্রাঙ্গনের আলোচিত ৫
* মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’-এ অভিনয় করতে ঢাকায় আসেন ভারতীয় অভিনেতা ইরফান খান। প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে তৈরি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় বাংলাদেশ ও ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ছবিটি।  
* কিছু ছবির কাজ শেষ না করেই স্বেচ্ছায় লোকচক্ষুর আড়ালে চলে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস।
* অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ মোবাইল প্রতিষ্ঠান রবির মাধ্যমে ইন্টারনেটে ফাঁস হয়ে গেলে সাইবার অপরাধের কারণে পুলিশি উদ্যোগে গ্রেফতারের ঘটনা ঘটে।
* গল্প চুরির দায়ে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘বৃহন্নলা’র সেরা ছবি, সেরা কাহিনি ও সেরা সংলাপ শাখার স্বীকৃতি বাতিল করা হয়।
* যৌথ প্রযোজনার নীতি না মেনে ‘প্রেম কি বুঝিনি’ মুক্তি দেওয়ার অভিযোগ এবং কলকাতার বাণিজ্যিক ছবি ‘কেলোর কীর্তি’র মুক্তি নিয়ে বিতর্ক দেখা দেয়। সাফটা চুক্তি অনুযায়ী মুক্তি পেয়েছে ‘বেলাশেষে’।

টেলিভিশন অঙ্গনের আলোচিত-বিতর্কিত ৫
* বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ জনপ্রিয়তা পাওয়ায় বিভিন্ন চ্যানেলে বিদেশি ধারাবাহিকের প্রচার শুরু হয়। এগুলো বন্ধে টিভি সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট সংগঠন এফটিপিও’র সমাবেশ ও অবস্থান কর্মসূচি।
* দেশের টিভি চ্যানেল বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় নতুন সংগঠন মিডিয়া ইউনিটির যাত্রা এবং সরকারি পদক্ষেপে ডাউনলিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ অতঃপর সংগঠনটির বিলুপ্তি ঘোষণা।
* মডেল-অভিনেত্রী সারিকার অভিনয়ে ফেরা এবং স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ।
* প্রায় সাত বছর পর ছোটপর্দার নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনু্ষ্ঠিত হয়।
* অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ীনি প্রসূন আজাদকে এক বছরের জন্য নাটক ও টেলিছবিতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টরস গিল্ড।

সংগীতাঙ্গনের আলোচিত ১০
* প্রখ্যাত সুরকার লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় শিল্পীদের এগিয়ে আসা, মিউজিক ভিডিও নির্মাণ ও কনসার্ট আয়োজন।
* ভারতবিরোধী মন্তব্য করার অভিযোগে মাইলস ব্যান্ডের সঙ্গে একমঞ্চে গান গাইতে কলকাতার ব্যান্ড ফসিলসের আপত্তি এবং এর জেরে ওপার বাংলার একটি কনসার্ট থেকে দুটি ব্যান্ডই বাদ পড়ে।
* বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ও ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে দর্শক-শ্রোতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ।  
* আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী কনসার্ট।
* নগরবাউল জেমসের ভক্তদের উদ্যোগে জেমস ফ্যান ক্লাব গঠন। সারাবছরই দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে সংগীত পরিবেশন করেন তিনি।
* জনপ্রিয় ব্যান্ড চিরকুট ছেড়েছেন গায়ক ও বেহালাশিল্পী পিন্টু ঘোষ।
* স্বামীর সঙ্গে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’খ্যাত গায়িকা সালমার বিয়েবিচ্ছেদ।
* সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশ-বিদেশে সংবর্ধনা পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।
* দুঃস্থ ও অসুস্থ শিল্পীদের সহায়তার লক্ষ্যে রেশ ফাউন্ডেশন গড়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি এর সভাপতি।
* গানবাংলা চ্যানেলে দেশি-বিদেশি বাদ্যযন্ত্রশিল্পীদের মেলবন্ধনে ‘উইন্ড অব চেঞ্জ’ নামের আয়োজন নজর কেড়েছে।

বাংলাদেশ সময় : ০৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।