ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আয়ারল্যান্ডে বর্ষসেরা মডেল বাংলাদেশের প্রিয়তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আয়ারল্যান্ডে বর্ষসেরা মডেল বাংলাদেশের প্রিয়তি মাকসুদা আক্তার প্রিয়তি (ছবি: সংগৃহীত)

আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ম্যাগাজিন আইরিশ গ্ল্যামারের দৃষ্টিতে বর্ষসেরা মডেল নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভুত মাকসুদা আক্তার প্রিয়তি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ম্যাগাজিন আইরিশ গ্ল্যামারের দৃষ্টিতে বর্ষসেরা মডেল নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভুত মাকসুদা আক্তার প্রিয়তি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন তিনি।

আইরিশ গ্ল্যামারে আয়ারল্যান্ডের ফ্যাশন শিল্পকে উপস্থাপন করা হয়। তাদের কাছ থেকে বর্ষসেরা মডেল খেতাব পাওয়াটাকে অন্যরকম প্রাপ্তি হিসেবেই দেখছেন প্রিয়তি। তার সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

আইরিশ ম্যাগাজিনের ফটোশুটে মাকসুদা আক্তার প্রিয়তি (ছবি: সংগৃহীত)। প্রিয়তি বলেন, ‘ন্যাচারাল বিউটি বিভাগে বর্ষসেরা মডেল হয়েছি। আমাকে আপাতত মৌখিকভাবে জানানো হয়েছে। ইংরেজি নববর্ষের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিষয়টি ঘোষণা করা হবে। আমি খুব উচ্ছ্বসিত ছিলাম তাই ফেসবুকে শেয়ার করে ফেললাম খবরটা। ’

বৈশাখী সাজে মাকসুদা আক্তার প্রিয়তি (ছবি: সংগৃহীত)। পেশায় বৈমানিক প্রিয়তির শৈশব ঢাকায় কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে বসবাস করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। মিজ আয়ারল্যান্ড খেতাব জিতে মূলত আলোচনায় আসেন তিনি। মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় মিস কমপ্যাশনেট, সেরা গাউন ও সেরা ফিটনেস বিভাগে পুরস্কার জেতেন প্রিয়তি। সেই সঙ্গে হয়েছেন প্রথম রানারআপ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।