ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সাতক্ষীরা মাতালেন জেমস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
সাতক্ষীরা মাতালেন জেমস সংগীত পরিবেশন করছেন জেমস

সাতক্ষীরা মাতালেন নগর বাউল খ্যাত জেমস। ‌দেশব্যাপী মাদক ও জঙ্গিবিরোধী কর্মসূ‌চির অংশ হিসেবে কাদামা‌টির ব্যবস্থাপনায় আয়োজিত কনসার্টে সাতক্ষীরাবাসীকে মাতালেন এ রকস্টার। 

সাতক্ষীরা: সাতক্ষীরা মাতালেন নগর বাউল খ্যাত জেমস। ‌দেশব্যাপী মাদক ও জঙ্গিবিরোধী কর্মসূ‌চির অংশ হিসেবে কাদামা‌টির ব্যবস্থাপনায় আয়োজিত কনসার্টে সাতক্ষীরাবাসীকে মাতালেন এ রকস্টার।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে সাতক্ষীরা স্টে‌ডিয়াম মেতে ওঠে জেমসসহ ক্লোজ আপ ওয়ান তারকা ঝুমুর, ব্যান্ড তারকা সোহাগ, পাওয়ার ভয়েজ তারকা রেশমীর একের পর এক মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায়।

লেইস ফিতা লেইস, ক‌বিতা, দুষ্টু ছেলের দল, মা, গুরু ঘর বানাইলা কি দিয়া, ভি‌গি ভি‌গিসহ টানা ১১টি জনপ্রিয় গানে পুরো স্টে‌ডিয়াম মা‌তিয়ে তোলেন জেমস।

এর আগে একে একে ঝুমুর, সোহাগ, রেশমী, চিত্র তারকা ডনসহ সাতক্ষীরার স্থানীয় শিল্পী‌রা সংগীত প‌রিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্টে‌ডিয়াম ভ‌র্তি দর্শকের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ র‌বি, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. ম‌হিউ‌দ্দিন ও পু‌লিশ সুপার আলতাফ হোসেন।

তারা জেলাবাসী‌র প্র‌তি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামা‌জিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।