বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জির ‘বেগমজান’-এর ওপর কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তাও আবার একবার বা দু’বার নয়, বারোবার কাঁচি চালোনো হয়েছে।
এ প্রসঙ্গে সেন্সরবোর্ডের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘ছবিতে বাসের মধ্যে একটি দৃশ্য রয়েছে যার ওপর কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। এ ছাড়া ছবিতে ব্যবহৃত বেশ কয়েকটি আপত্তিকর শব্দও বাদ দেওয়া হয়েছে। ’
ওই সূত্র আরও জানান, “বেগম জান’-এ পতিতালয়ের ম্যাডাম চরিত্রে বিদ্যা খুব বেশি অশালীন শব্দ ব্যবহার করেছেন। যেখানে শর্মিলা ঠাঁকুর ‘মাসুম’ ছবিতে পতিতা চরিত্রে এবং শাবানা আজমী ‘মান্দি’ ছবিতে পতিতালয়ের ম্যাডাল চরিত্রে অভিনয় করেও সেসব শব্দ এড়িয়ে গেছেন। ”
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’। এতে পতিতালয়ের ম্যাডাম চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বেগমজান’। ছবিতে বিদ্যার পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বিএসকে/এসও