ছবি: রাজীন চৌধুরী
‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অক্টোপির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়া, হয়রানি, ছবি তুলতে নিষেধ করা, এমনকি ‘ভেতরে ঢুকতে দেওয়া হবে না’ বলে হুমকিও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ ঘটনা ঘটে। আয়োজনটির মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান এ নিয়ে অক্টোপির সহযোগী পরিচালক মামুনুর রশীদের সঙ্গে কথা বললে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন মামুন।
অধিকাংশ সাংবাদিকই মামুনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অানেন। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে রাত পৌনে ১০টায় সাংবাদিকরা হলরুম ত্যাগ করে বাইরে চলে আসেন।
এদিকে এটিএন ইভেন্টসের কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে চাইলেও অক্টোপির পক্ষ থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ‘মামুন ক্ষমা চাইবেন’ বললেও গড়িমসি করা হয়। শেষমেষ অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা। সব মিলিয়ে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ বিনোদন সাংবাদিকদের জন্য খারাপ অভিজ্ঞতার স্মৃতি হিসেবেই থাকবে।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।