১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবিতে ব্যবহার করা হয়েছিলো গানটি। এতে শাহরুখের সঙ্গে আরও ছিলেন মালাইকা অরোরা।
যেখানে তিনি জানান, দার্শনিক বুল্লে সাহর সুফি গান ‘থাইয়া থাইয়া’ থেকে অনুপ্রারিত হয়ে ‘ছাইয়া ছাইয়া’ গানটি লিখেছিলেন তিনি। এমনকি গানটির কথা শোনার পর শাহরুখের এতোটাই ভালো লাগে যে, তিনি ঠিক তখনই পরিচালক মনি রত্নমের কাছে গিয়ে অনুরোধ করেন এই গানটিতে থাকতে চান তিনি। বিশেষ করে এর তালে নাচতে চান কিং খান।
চমকপ্রদ ব্যাপার হলো, শাহরুখ গানটিতে অভিনয় করতে পারবেন কি-না এ জন্য গুলজারের কাছে সম্মতি নিতে গিয়েছিলেন মনি রত্নম। পরবর্তীতে তিনি সম্মতি জানান।
** ‘ছাইয়া ছাইয়া’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও